ইউক্রেইন যুদ্ধের কৌশল ঠিক করতে কমান্ডারদের পরামর্শ নিলেন পুতিন
ইউক্রেইন যুদ্ধের পরবর্তী কৌশল কী হতে পারে সে বিষয়ে নিজের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের কাছে পরামর্শ চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন শুক্রবার ‘অপারেশন্স হেডকোয়ার্টারে’ যান এবং দিনভর সেখানে বৈঠক করেছেন বলে শনিবার ক্রেমলিন থেকে জানানো হয়।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আক্রমণ করে রাশিয়া। শুরুতে রুশ বাহিনী সর্বাত্মক আক্রমণের মাধ্যমে ইউক্রেইনের বিভিন্ন অঞ্চলে দ্রুত অগ্রসর হয়ে দেশটির প্রায় এক- পঞ্চমাংশের দখল নিয়ে নেয়।
কিন্তু গত কয়েকমাসে রাশিয়াকে কয়েকটি অঞ্চলে হেরে গিয়ে পিছু হটতে হয়েছে।
প্রথমে তারা রাজধানী কিইভের আশেপাশের অঞ্চল থেকে পিছু হটে। তারপর ইউক্রেইনের দ্বিতীয় বৃহৎ নগরী খারকিভের দখল তাদের হাতছাড়া হয় এবং অতিসম্প্রতি তারা খেরসন নগরী থেকেও পিছু হটেছে।
এবারের যুদ্ধে ইউক্রেইনের যে চারটি অঞ্চল রাশিয়া সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দিয়েছিলেন পুতিন, খেরসন তার একটি।