কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফারদিন হত্যা: আইন শৃঙ্খলাবাহিনীর তথ্যে ‘আস্থা’ রাখলেন বুয়েট শিক্ষার্থীরা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ২০:২২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নুর পরশ নিহতের ঘটনায় তদন্তে পাওয়া তথ্যপ্রমাণ নিয়ে সন্দেহ নেই বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে বুয়েট শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের এ কথা বলেন তাঁরা।


এর আগে গত বৃহস্পতিবার তদন্তের তথ্যপ্রমাণ দেখতে বুয়েটের ৩১ শিক্ষার্থী রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় ও ২১ শিক্ষার্থী গতকাল শুক্রবার র‍্যাব সদর দপ্তরে যান।


আজ শনিবার সাংবাদিকদের শিক্ষার্থীরা বলেন, ‘ফারদিনের লাশ উদ্ধারের পর থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি নিয়ে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করে আসছিলাম। ডিবি ও র‍্যাব থেকে ব্যাখ্যা পাওয়ার পর আমরা নতুন কোনো কর্মসূচিতে যাচ্ছি না। তবে ফারদিনের পরিবারের যেকোনো যৌক্তিক দাবির পক্ষে আমরা থাকব।’


গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের একটি দল ডিবি কার্যালয়ে তদন্তের তথ্য প্রণালি দেখার জন্য যান। সেখানে প্রায় তিন ঘণ্টা ডিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ‘ডিবির তদন্তের প্রচেষ্টায় আমরা সন্তুষ্ট। তবে কিছু গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলো পরিষ্কার করার দাবি জানাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও