You have reached your daily news limit

Please log in to continue


১২ ঘণ্টায় বিক্রি হয়ে গেল ট্রাম্পের সবগুলো এনএফটি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘ব্যক্তিগত প্রচারণা চালানো’ এনএফটি সংগ্রহের ‘বড় ঘোষণা’ নিয়ে ব্যপক হাস্যরস সৃষ্টি হলেও, মাত্র ১২ ঘন্টায় ভারতীয় এক ব্লকচেইন প্ল্যাটফর্মে তার সবকটি এনএফটি বিক্রি হয়ে গেছে।

এনএফটি’র পূর্ণরূপ হলো ‘নন ফাঞ্জিবল টোকেন’। এটি বিশেষ এক ধরনের ডিজিটাল সংগ্রহ, যা ‘নকল, বদলানো বা ভাঙানো’ যায় না। এটি কোনো ব্লকচেইনে থাকে, যার মাধ্যমে এর সত্যতা বা মালিকানা চিহ্নিত করা যায়।

এই সপ্তাহের শুরুতে, নিজস্ব সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ‘বড় এক ঘোষণার’ ইঙ্গিত দিয়েছিলেন গত বছর টুইটারে নিষেধাজ্ঞার মুখে পড়া ট্রাম্প। 

কেউ কেউ অনুমান করেছেন, তিনি হয়তো ২০২৪ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তার সঙ্গীর ঘোষণা দেবেন, অথবা নিজের নির্বাচনী প্রচারণা সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানাবেন। 

অনেকের কাছে, এমনকি কয়েকজন ট্রাম্প সমর্থকের কাছেও ঘোষিত খবরটি ‘হতাশাজনক’ হিসেবে বিবেচিত হচ্ছে। ঘোষণাটি হলো, ‘ট্রাম্পের নিজস্ব থিমের’ এনএফটি সংগ্রহ।

“এসে গেছে আমার আনুষ্ঠানিক ‘ডনাল্ড ট্রাম্প ডিজিটাল ট্রেডিং কার্ড!” --বৃহস্পতিবার পোস্ট করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন