You have reached your daily news limit

Please log in to continue


কবরীর পরে শাবনূরই ‘ভার্সেটাইল’: কনকচাঁপা

‘মিষ্টি মেয়ে’ কবরীর পরে ঢাকাই চলচ্চিত্রে শাবনূরকে ‘ভার্সেটাইল মহানায়িকা’ অভিহিত করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা।

শাবনূরের জন্মদিনে নিজের ফেইসবুক পেইজে এই নায়িকাকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন এই কণ্ঠশিল্পী।

কনকচাঁপার ভাষায়, “শাবনূরের মতো প্রতিভার অধিকারী শত জনমে একজনই হয়। তার সমসাময়িক অনেকেই আছেন কিন্তু কাছাকাছি কেউ নেই।”

এই কণ্ঠশিল্পীর শুরুটা এভাবে, “শাবনূর,একটি পরিপূর্ণ প্রতিভাময় শিল্পীর নাম যাকে বাংলাদেশ কখনোই ভুলতে পারবে না!”

এরপর লেখার স্তবকে স্তবকে চলেছে শাবনূর বন্দনা ও সুখ্যাতি।
কনকচাঁপা মনে করেন “দর্শকমনে তাঁর (শাবনূর) অভিনয় শৈলী, তার উচ্চারণ, তার দৈহিক সৌন্দর্য, তার চাঁদপানা মুখশ্রী, গোলাপের মতো হাসি এবং তার নয়নযুগল পুরো যুবসম্প্রদায়কে বুঁদ করে রেখেছে কয়েক যুগ। তার রেশ এখনো কাটেনি, কাটবেও না কখনও।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন