You have reached your daily news limit

Please log in to continue


অভিষেকে সেঞ্চুরির পর জাকিরের ইতিহাস

একে তো অভিষেক টেস্ট, তার ওপর আবার প্রবল চাপ। অভিজ্ঞ ব্যাটাররা যেখানে আত্মসমর্পণ করছেন, নবাগত জাকির সেখানে আঁকড়ে পড়ে থাকলেন বেশির ভাগ সময়। সব কটি পরীক্ষাতেই পাস মার্ক তুলে নিলেন অভিষেক টেস্ট সেঞ্চুরিতে রাঙিয়ে।   

প্রথম ইনিংসে প্রত্যাশা মেটাতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ঠিকই দৃঢ়চেতা মেজাজে ব্যাটিংটা করলেন। দ্বিতীয়বার যখন নামলেন মাথার ওপর ৫১৩ রানের বোঝা! এই অবস্থায় ভারতীয় বোলারদের খুব একটা সুযোগও দেননি। লাঞ্চের ঠিক আগের ওভারে ভারতের ফিল্ডারদের কল্যাণে একবার জীবন পেয়েছিলেন যদিও। ওই একবারই; এরপর কেবল এগিয়ে যাওয়া। ৭৮তম ওভারে অক্ষর প্যাটেলকে সুইপ শটে বাউন্ডারি মারতেই ইতিহাসের অংশ হয়ে গেছেন। ওপেনার হিসেবে বাংলাদেশের প্রথম, চতুর্থ ইনিংসে ওপেনার হিসেবে বিশ্বের দ্বিতীয় এবং অভিষেকে বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার কীর্তি এখন জাকিরের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন