মৃত্যু এসে গেলে মানুষ যে আফসোস করে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১৬:২৪

মৃত্যু সুনিশ্চিত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। এ জন্য মৃত্যু আসার আগে নেক আমল করার বিকল্প নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে মানুষকে উপদেশ দিয়েছেন। আবার মৃত্যু এসে গেলে তারা আমল-ইবাদত করার আগ্রহ প্রকাশ করবে তাও উল্লেখ করেছেন। যাতে মানুষ সঠিক পথে পরিচালিত হয়। তারপরও মানুষ ভুল করে। আল্লাহর হুকুমগুলো বেমালুম ভুলে যায়। মৃত্যু এসে গেলে আমল করার আফসোস কোরআনে এভাবে ওঠে এসেছে-


وَ اَنۡفِقُوۡا مِنۡ مَّا رَزَقۡنٰکُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَ اَحَدَکُمُ الۡمَوۡتُ فَیَقُوۡلَ رَبِّ لَوۡ لَاۤ اَخَّرۡتَنِیۡۤ اِلٰۤی اَجَلٍ قَرِیۡبٍ ۙ فَاَصَّدَّقَ وَ اَکُنۡ مِّنَ الصّٰلِحِیۡنَ


‘আর আমরা তোমাদের যে রিজিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করবে তোমাদের কারও মৃত্যু আসার আগে। (অন্যথায় মৃত্যু আসলে সে বলবে,) হে আমার রব! আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সাদকাহ দিতাম এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম! (সুরা মুনাফিকুন : আয়াত ১০)


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে