১০ ধরনের ক্যানসারে বেশি আক্রান্ত হচ্ছে মানুষ

যুগান্তর প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১০:৫৮

আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ছাড়াও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ফলে দেশে ক্যানসারে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবোকনের অনুমিত তথ্যমতে বাংলাদেশে প্রায় ৩৫ ধরনের ক্যানসার রয়েছে। এর মধ্যে প্রায় ১০ ধরনের ক্যানসারে বেশি আক্রান্ত হচ্ছে মানুষ। রোগটি মানবদেহের সব অঙ্গেই হচ্ছে। তবে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সবশেষ ক্যানসার নিবন্ধন তথ্য বলছে-দেশে পুরুষের ফুসফুস, নারীর স্তন ক্যানসার বেশি হচ্ছে।


নারী-পুরুষ নির্বিশেষে শীর্ষ ১০ ধরনের ক্যানসারের মধ্যে আছে যথাক্রমে ফুসফুস (১৭ দশমিক ৪ শতাংশ), স্তন (১৩ দশমিক ৪ শতাংশ), জরায়ুমুখ (১০ দশমিক ৯ শতাংশ), খাদ্যনালি (৪ দশমিক ৯ শতাংশ), পাকস্থলী (৪ দশমিক ৩ শতাংশ), লিভার (৩ দশমিক ৯ শতাংশ), লসিকা গ্রন্থি (৩ দশমিক ৮ শতাংশ), মলাশয় (৩ দশমিক ১ শতাংশ), গাল (৩ শতাংশ) ও পিত্তথলি (১ দশমিক ৫ শতাংশ) ক্যানসার। পুরুষদের মধ্যে শীর্ষ ক্যানসার ফুসফুস (২৬ দশমিক ৬ শতাংশ) এবং নারীদের মধ্যে স্তন ক্যানসার ২৯ দশমিক ৩ শতাংশ।


স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম বলেন, পরিবেশ ও খাদ্যাভ্যাস ক্যানসারের একটি বড় কারণ। ধূমপানসহ নানা অভ্যাসের কারণে অনেকে ক্যানসারে আক্রান্ত হচ্ছে কিনা তা ভেবে দেখা উচিত। পাশাপাশি এটি নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়াতে হবে। নীতিনির্ধারকদের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। পৃথক লিঙ্গ ও বয়সকে গুরুত্ব দিতে হবে। কোন বয়সে কোন ক্যানসারে বেশি আক্রান্ত হচ্ছে, সেটিও দেখতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও