কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিট রফতানি জিডিপির মাত্র ৫ শতাংশ

বণিক বার্তা প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ১০:৩৮

দেশের মোট রফতানি আয়ে তৈরি পোশাক শিল্পের অবদান ৮০ শতাংশেরও বেশি। কর্মসংস্থানের দিক থেকেও তৈরি পোশাক এখন দেশের বৃহত্তম খাত। শিল্পটিকে এখন দেখা হয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে। যদিও দেশের মোট জিডিপিতে তৈরি পোশাকের নিট রফতানির অবদান খুবই কম। বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য পর্যালোচনায় দেখা যায়, দেশের মোট জিডিপিতে তৈরি পোশাক খাতের নিট রফতানির অবদান ৫ শতাংশেরও কম।


আয়কর অব্যাহতি, ব্যাংক খাত বা কেন্দ্রীয় ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিল থেকে (ইডিএফ) ঋণ অর্থায়নসহ নানা ধরনের নীতিগত ছাড় ও সুবিধা পেয়ে থাকে তৈরি পোশাক খাত। এসব নীতি সহায়তার সুবাদে খাতটির সম্প্রসারণ হলেও জোরালো হয়নি জিডিপিতে তৈরি পোশাকের নিট রফতানির অবদান।


বিশ্বব্যাপী রফতানি খাতের প্রকৃত অবদানকে বিশ্লেষণ করা হয় নিট রফতানির হিসাবে। পণ্যের মোট রফতানি থেকে কাঁচামাল আমদানির ব্যয় বাদ দেয়ার পর পাওয়া অবশিষ্ট অংককে বলা হয় নিট বা প্রকৃত রফতানি। আবার দেশের মোট জিডিপিতে নিট রফতানির অবদানকে দেখা হয় বাণিজ্য খাতের পরিস্থিতি পর্যালোচনার অন্যতম সূচক হিসেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও