আ.লীগের জাতীয় সম্মেলন: সাধারণ সম্পাদক নিয়ে আগ্রহ নেতা-কর্মীদের
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের নেতারা। পাকিস্তান আমলেও প্রতিকূল পরিস্থিতির মধ্যে নিয়মিত সম্মেলনের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছিল দলটি। মুক্তিযুদ্ধকালে কারা অন্তরীণ থাকলেও বঙ্গবন্ধুর নেতৃত্বে দলটির নেতারা জনযুদ্ধ পরিচালনা করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। বর্তমানে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ। ২৪ ডিসেম্বর অনুষ্ঠেয় সম্মেলনেও টানা দশমবারের মতো সভাপতি নির্বাচিত হচ্ছেন তিনি। বরাবরের মতো সাধারণ সম্পাদকের পদ নিয়ে রয়েছে জোর আলোচনা। এই পদে ওবায়দুল কাদের হ্যাটট্রিক করবেন নাকি পরিবর্তন হবে, সেটা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে দলটির সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে।
আওয়ামী লীগের তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি পদে শেখ হাসিনার বিকল্প কখনো তাঁরা ভাবেননি। দলে তাঁর অবস্থান প্রশ্নাতীত। শেখ হাসিনার প্রশ্নে তাঁরা ঐক্যবদ্ধ। দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদ নিয়ে আগ্রহ থাকলেও সেটা বাছাইয়ে দলীয় সভাপতির পছন্দের ওপর পূর্ণ আস্থা রাখছেন তাঁরা। বলছেন, দলীয় সভাপতি নিজের পছন্দমতো রানিং মেট বেছে নেবেন। শেখ হাসিনা যাঁকে পছন্দ করবেন, তাঁকেই সম্মেলনে সমর্থন ও ভোট দেবেন কাউন্সিলরা।