You have reached your daily news limit

Please log in to continue


ভ্রমণে সঙ্গে রাখুন ৫ গ্যাজেট

যখন তখন ট্রিপে বেড়িয়ে পরছেন। বন্ধুদের সঙ্গে কিংবা একাই। অনেকে দুদিনের ছুটি পেলেই বেড়িয়ে যান সাগর কিংবা পাহাড়ে। এসময় সঙ্গে রাখুন জরুরি কিছু গ্যাজেট। নানান সমস্যা থেকে মুক্তি পাবেন সহজেই।

পাওয়ার ব্যাংকযেখানেই যান না কেন, সেটি হোক একদিনের ট্যুর বা সপ্তাহখানেকের। সঙ্গে পাওয়ার ব্যাংক রাখতে একেবারেই ভুলবেন না। যে কোনো সময় ফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে। আর চার্জ দেওয়ার জায়গা না পেলেই তো পড়তে হয় ঝামেলায়। সম্ভব হলে একাধিক পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন। ব্লুটুথ স্পিকারবিমানে কিংবা দীর্ঘ যাত্রায় একা ঘুরতে গেলে সময় কাটানোর জন্য সবচেয়ে ভাল উপায় এবং স্ট্রেস বাস্টার হচ্ছে গান শোনা। তাই সঙ্গে ব্লুটুথ স্পিকার রাখতেই হবে। স্মার্টওয়াচসময় দেখা ছাড়াও নানান কাজে ব্যবহার করা যায় স্মার্টওয়াচ। স্মার্টফোনের বিকল্প বলা যায় একে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন