কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডায়াবিটিস থাকায় সকালে কী খাবেন বুঝতে পারেন না? রইল স্বাস্থ্যকর কয়েকটি খাবারের খোঁজ

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ১২:৫৪

অস্বাস্থ্যকর জীবনযাপন আর অনিয়মিত খাওয়াদাওয়া এবং আরও বিবিধ অনিয়মের কারণে যে রোগগুলি শরীরে বাসা বাঁধে তার মধ্যে অন্যতম ডায়াবিটিস। নানা বয়সের মানুষ এই রোগে আক্রান্ত। ডায়াবিটিসের হাত ধরেই শরীরে বাসা বাঁধে ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল, স্থূলতার মতো নানা সমস্যা। তাই ডায়াবিটিস নিয়ে সচেতন থাকা জরুরি। নয়তো বিপদ আরও বাড়তে পারে।


ডায়াবিটিস ধরা পড়েছে মানে প্রথমেই রাশ টানতে হয় খাওয়াদাওয়ায়। ইচ্ছে করলেই আর সব কিছু খাওয়া যায় না। অনেক নিয়মকানুন মেনে তবে চলতে হয়। ডায়াবিটিস হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়াদাওয়া করা ঠিক নয়। কারণ এমন কিছু খাবার রয়েছে যেগুলি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। ডায়াবিটিস হলে কখন খাচ্ছেন আর কী খাচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। পেট খালি রাখা যাবে না। বিশেষ করে সকালে খুব ভারী খাবার খাওয়া প্রয়োজন। কারণ সারা রাত না খেয়ে থাকার পর ভারী খাবার খাওয়াটা জরুরি। ডায়াবিটিস থাকলে সবচেয়ে বেশি বাধানিষেধ আসে খাওয়াদাওয়ায়। তবে ডায়াবিটিস থাকলে দিনের শুরুর খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। এমন কিছু খাবার সকালের পাতে রাখতে হবে যেগুলি খেলে স্বাদেরও খেয়াল রাখা হবে আবার শর্করার মাত্রাও বাড়বে না। রইল তেমন কয়েকটি স্বাস্থ্যকর খাবারের খোঁজ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও