You have reached your daily news limit

Please log in to continue


রাজধানীতে একরাতে ৩১ ছিনতাইকারী ধরলো র‌্যাব

রাজধানীর মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, পল্টন, যাত্রাবাড়ী এবং বংশাল এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ৩১ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, অ্যান্টিকাটার, ব্লেড, ছুরি, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধারের কথাও জানানো হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ৩টি অ্যান্টিকাটার, ১৪টি ব্লেড, ২টি ছুরি, ৪টি সুইচ গিয়ার, ১টি ক্ষুর, ১টি কাঁচি, ৬টি ব্যাটারি, ৩৭টি মোবাইল ফোন এবং নগদ ২৭ হাজার ৭৩টাকা উদ্ধার করা হয়। অধিনায়ক জানান, রাজধানীর বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় ছিনতাইকারী চক্রের সদস্যরা ঘোরাফেরা করতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন