You have reached your daily news limit

Please log in to continue


শিশু নিপীড়নের কনটেন্ট ঠেকাতে টেক জায়ান্টদের ভূমিকা ‘যৎসামান্য’

শিশু নিপীড়নের ছবি আর ভিডিও নিজস্ব প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়ার বেলায় আন্তর্জাতিক টেক জায়ান্টদের তৎপরতা যৎসামান্য বলে উঠে এসেছে অস্ট্রেলিয়ার এক সরকারি প্রতিবেদনে। 

দেশটির নতুন এক আইনের অধীনে মেটা ইনকর্পোরেটেড থেকে শুরু করে মাইক্রোসফটের স্কাইপ পর্যন্ত বেশ কিছু প্রথমসারির প্রযুক্তি কোম্পানিকে শিশু নিপীড়নের কনটেন্ট মোকাবেলায় তাদের নেওয়া উদ্যোগের বিস্তারিত তথ্য হস্তান্তর করতে বাধ্য করেছিলেন অস্ট্রেলিয়ার ই-সেইফটি কমিশনার জুলি ইনম্যান গ্র্যান্ট। 

কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিচার বিশ্লেষণ করে বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। সে প্রতিবেদনে উঠে এসেছে; নিপীড়নমূলক কনটেন্ট চিহ্নিত করার প্রযুক্তি যথেষ্ট ব্যবহার করে না টেক জায়ান্ট কোম্পানিগুলো; কনটেন্ট চিহ্নিত হওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দিনের পর দিন সময় নেয় তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন