You have reached your daily news limit

Please log in to continue


চিপ নির্মাতা কোম্পানির বিকল্প গন্তব্য ভারত-ভিয়েতনাম

চিপ উৎপাদনকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার দ্বন্দ্বটা নতুন নয়। আজ অবধি চীনের চিপ উৎপাদনকারীদের জন্য বড় প্রতিবন্ধকতার কারণ এটি— বিশেষ করে ওই চিপ উৎপাদক প্রতিষ্ঠানের জন্য, যারা উত্তর আমেরিকায় পণ্যটি রফতানি করতে ইচ্ছুক।

বাইডেন প্রশাসনের কড়াকড়িও চীনের চিপ উৎপাদনের ধারাবাহিকতায় বাধ সেধেছে। গত অক্টোবরে চীনের শীর্ষ মেমোরি চিপ নির্মাতা ইয়াংটজি মেমোরি টেকনোলজিস কোম্পানিসহ (ওয়াইএমটিসি) ৩০টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। এরপর চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে প্রযুক্তি ও চিপ সরবরাহ বন্ধে বিধিনিষেধ আরোপ করে দেশটির সরকার। এর পরিপ্রেক্ষিতে ওয়াইএমটিসির চিপ ব্যবহারের পরিকল্পনা বাতিল করে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অ্যাপলের বিভিন্ন গ্যাজেটে ব্যবহূত চিপের একটি বড় অংশ উৎপাদন হয় চীনে, কিন্তু বাইডেন প্রশাসনের বিধিনিষেধের জের ধরেই চীনের ওপর উৎপাদননির্ভরতা কমাতে চাচ্ছে অ্যাপলসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন