কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভূমি অধিগ্রহণ, যন্ত্রপাতি-সরঞ্জামে অর্থ বরাদ্দ বন্ধ করলো সরকার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ১২:৩৭

চলতি অর্থবছরে পরিচালন বাজেটের অধীন ভূমি অধিগ্রহণের অর্থব্যয় সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সেই সঙ্গে যন্ত্রপাতি ও সরঞ্জামাদি (কম্পিউটার, বৈদ্যুতিক সরাঞ্জামাদি, আসবাবপত্র এবং অন্যান্য যন্ত্রপাতি) খাতে বরাদ্দ করা অর্থব্যয় পুরোপুরি স্থগিত করা হয়েছে।


পাশাপাশি ভবন ও স্থাপনা খাতের নতুন কার্যাদেশ বন্ধ করা এবং এরই মধ্যে দেওয়া কার্যাদেশের বাজেট বরাদ্দ ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব খাতের বরাদ্দ করা অর্থ অন্য কোনো খাতে এবং অন্য কোনো খাত থেকে এসব খাতে পুনঃউপযোজন করা যাবে না।


বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামান সই করা এ সংক্রান্ত পরিপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সচিব বরাবর পাঠানো হয়েছে।


যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করা হয়েছে। চলতি অর্থবছরে (২০২২-২৩) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশনা মানতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও