![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2022-12%2F8aca18bc-2e31-443d-8272-10753b332f66%2Fboat_sink_english_coast_141222.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
ইংল্যান্ড উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে ‘নিহত অন্তত ৩’
ইংল্যান্ডের দক্ষিণপূর্ব উপকূলে কয়েক ডজন অভিবাসন প্রত্যাশীকে বহন করা একটি ছোট নৌকা ডুবে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম।
হাড়কাঁপানো ঠাণ্ডার মধ্যে বুধবার ভোরের আগে রাত ৩টা ৪০ মিনিটের দিকে ওই নৌকাটি ডুবে যায়; খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লাইফবোট, হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্ধারকারী দলগুলো।
ব্রিটিশ রেডিও স্টেশন এলবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে; ‘অল্প কয়েকজন’ মারা গেছেন।