You have reached your daily news limit

Please log in to continue


নতুন বছরে গাড়ি কিনতে চান? ৫ লক্ষ টাকার কমে কিনতে পারেন কোন কোন গাড়ি?

নতুন বছর প্রায় এসে গেল। অনেকেই বছরের শুরুতেই নতুন কিছু করার পরিকল্পনা করেন। কেউ জিমে যান, কেউ নতুন উদ্যমে পড়াশোনা শুরু করেন, কেউ আবার নিজের কিংবা পরিবারের জন্য কিনে ফেলতে চান নতুন কোনও উপহার। অনেকেই নতুন বছরে কিনতে চান গাড়ি। কিন্তু চাইলেই তো হল না, সাধের সঙ্গে সাধ্যের ফারাক থাকলে মুশকিল। যাঁদের অর্থানুকূল্য নেই, তাঁদের জন্য রইল ৩টি এমন গাড়ির সন্ধান, যেগুলির দাম ৫ লক্ষ টাকার কম।

মারুতি অল্টো ৮০০

কলকাতায় মারুতি অল্টো ৮০০-এর দাম শুরু হচ্ছে ৩ লক্ষ ৩৯,০০০ টাকা থেকে। সর্বনিম্ন দামের মডেল মারুতি অল্টো ৮০০ এসটিডি ওপিটি। এটি পুরোপুরি পেট্রোল চালিত গাড়ি। সবচেয়ে দামি মডেলটির দাম ৫.০৩ লক্ষ টাকা। নাম মারুতি অল্টো ৮০০ এলএক্সআই ওপিটি এস-সিএনজি। তবে গাড়ি রাস্তায় বার করতে গেলে খরচ আরও একটু বেশি। আরটিও ও বিমা করানোর পর মারুতি অল্টো ৮০০ এসটিডি ওপিটি গাড়িটির দাম পড়বে ৩ লক্ষ ৮০,০০০ টাকার কাছাকাছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন