![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2022/12/online/photos/----7-samakal-63996f49109e8.gif)
মেক আপের সময়ে চোখের যত্ন নিতে কী করবেন, কী করবেন না
শীত মৌসুমে বিয়ে, উৎসব লেগেই থাকে। উৎসবে বিয়ের কনে থেকে নিমন্ত্রিত সকলেই মেক আপ করেন। মেক আপ করার সময় ত্বকের পাশাপাশি চোখের মেক আপ করতে গেলেও মাথায় রাখতে হয় অনেক কিছুই। বিশেষজ্ঞদের মতে, মুখের তো বটেই, চোখের মেক আপের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া উচিত। বিশেষ করে প্রসাধনী নির্বাচনের সময়ে খুবই সাবধান হতে হবে।
চোখের সুরক্ষায় মেক আপের আগে কী কী মাথায় রাখবেন?
ত্বকের জন্য সুরক্ষিত কিনা দেখে নিন : প্রসাধনী সাধারণত দু’রকমের হয়। সাধারণ এবং স্পর্শকাতর ত্বকের জন্য। যাদের ত্বকে অ্যালার্জি হওয়ার আশঙ্কা বেশি, তাদের প্রসাধনী কেনার ক্ষেত্রে বিশেষ ভাবে সতর্ক হওয়া উচিত। এমন প্রসাধনী কিনুন যা চিকিৎসকরা পরীক্ষা করে নিয়েছেন। যে কোনও জিনিসই দেখতে ভাল লাগলেই কিনে ফেলার অভ্যাস যদি থাকে, তবে এ ক্ষেত্রে সাবধান হতে হবে।
অন্যের মেক আপ ব্যবহার করবেন না : এক জনের চোখে বোলানো মেক আপের তুলি, কোনও ভাবেই অন্য কারও কারও চোখে দেওয়া ঠিক নয়। অন্যের ব্যবহার করা প্রসাধনীর মধ্যে যদি কোনও ভাবে সংক্রমণ থাকে, সেই জিনিসটি অন্য কেউ ব্যবহার করলে সংক্রমণ ছড়িয়ে যায়।
মেক আপ তোলাও জরুরি : মেক আপ করার পর ভাল করে তা তোলাও জরুরি। কারণ কাজল, আইলাইনার, মাস্কারার মতো প্রসাধনীগুলি চোখের ভিতরে ঢুকে যাওয়ার প্রবণতা থাকে। রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই তা তুলে নিতে হবে। সেগুলি তোলার সময়ে অ্যালকোহলমুক্ত রিমুভার ব্যবহার করা উচিত।
- ট্যাগ:
- লাইফ
- মেকআপ টিপস
- চোখের সুস্থতা