কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

'পাঠান' সিনেমা বয়কটের ডাক

বার্তা২৪ প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ১৪:৪৫

‘পাঠান’-এর প্রথম গান বেশরম রঙ মুক্তি পেয়েছে সোমবারই। তবে এরমধ্যেই সিনেমা বয়কটের ডাক দিয়ে ফেলেছে একাংশ। বিশেষ করে, পাঠান সিনেমার উপর উঠছে হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ। ফলে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে টুইটার।


‘বেশরম’ গানের একটি দৃশ্যে দীপিকাকে দেখা গিয়েছে গেরুয়া ওয়ান পিসে। আর সেই দৃশ্যেই শাহরুখ খানকে দেখা গিয়ছে দীপিকার সঙ্গে রোম্যান্স করতে। সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি শাহরুখের হাত ‘অশ্লীল’ ভাবে ছুঁয়েছে দীপিকাকে। আর হিন্দুদের পবিত্র রং গেরুয়া পরিয়ে দীপিকাকে একজন ‘মুসলিম নায়ক’ শাহরুখ, যে আবার সবুজ জামা পরে রয়েছে, এই কাজ করানো আসলেই ‘হিন্দু ধর্মের অবমাননা’। যার ফল ভুগতে হবে পাঠান-এর নির্মাতাদের। উঠছে ছবি বয়কটের ডাক।


প্রসঙ্গত, পাঁচ বছর পর ‘পাঠান’ দিয়েই কামব্যাক করছেন শাহরুখ। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘জিরো’ ছবিতে। তাও পাঁচ বছর আগে। তাই এই সিনেমা নিয়ে ভীষণ উত্তেজিত কিং খানের ভক্তরা। ছবিতে এসআরকে-র সঙ্গে দেখা যাবে জন আব্রাহাম আর দীপিকা পাড়ুকোনকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও