চিনি-ডালের দাম বাড়াল টিসিবিও

বার্তা২৪ প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ০৬:৩৭

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) ডাল-চিনির দাম বাড়াল। ডিসেম্বর মাস থেকে দেশের এক কোটি দরিদ্র পরিবারকে এ দুটি পণ্য কিনতে কেজিতে ৫ টাকা করে বেশি দিতে হবে। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।


মঙ্গলবার (১৩ ডিসেম্বর) টিসিবি ডিসেম্বরের পণ্য সরবরাহের ঘোষণা দিয়েছে। তাতে ডাল ও চিনির দাম কেজিতে ৫ টাকা বেশি ধরে নির্ধারণ করা হয়েছে।


দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় টিসিবি এক কোটি দরিদ্র পরিবারকে প্রতি মাসে ২ কেজি করে ডাল ও চিনি এবং ২ লিটার বোতলজাত সয়াবিন তেল ভর্তুকি মূল্যে দিয়ে আসছে। শুরুতে ৫০ টাকা কেজি দরে ডাল ও চিনি দেওয়া হলেও ধাপে ধাপে এর দাম বাড়ায় টিসিবি। সর্বশেষ এ বছরের ফেব্রুয়ারিতে ডালের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়। আর চিনির দাম ছিল ৫৫ টাকা। এখন থেকে প্রতি কেজি ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। আর চিনির দাম ধরা হয়েছে ৬০ টাকা। এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে প্রতি লিটার ১১০ টাকায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও