কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩৩ হাজার টাকার জন্য বন্ধুকে খুন করলেন তাঁরা

প্রথম আলো রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ২২:৪২

বন্ধুর কাছ থেকে ৩৩ হাজার টাকা ধার নিয়েছিলেন রাঙ্গুনিয়ার তপু মালাকার (৩২)। সময়মতো ধারের টাকা পরিশোধ না করায় বন্ধুরা মিলে তাঁকে হত্যা করেন। ঘটনাটি গত বছরের জানুয়ারি মাসের। মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহত তপুর দুই বন্ধুর জবানবন্দিতে এ তথ্য উঠে আসে। আসামিরা হলেন সুবল মালাকার ও বাপ্পা চৌধুরী।


পুলিশ জানায়, ২০২১ সালের ১ জানুয়ারি নিখোঁজ হন রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের তপু মালাকার। নিখোঁজের চার দিন পর স্থানীয় মুকুন্দ চেয়ারম্যান বাড়ির পুকুর থেকে তপুর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় অপমৃত্যু মামলা করে তাঁর পরিবার। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যায়, তাঁকে হত্যা করা হয়েছে। এরপর রাঙ্গুনিয়া থানার পুলিশ মামলাটি তদন্ত করে। তারা মামলাটির কূলকিনারা করতে না পারায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত শুরু করে। গত ৩১ জুলাই আদালতে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় ডিবি পুলিশ। প্রতিবেদনটি গ্রহণ না করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) গত ২৪ সেপ্টেম্বর অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও