যুব মহিলা লীগের শীর্ষ দুই পদে পরিবর্তন আসছে

কালের কণ্ঠ সোহরাওয়ার্দী উদ্যান প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ০৯:৫০

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে। আগামী ১৫ ডিসেম্বর সংগঠনের তৃতীয় সম্মেলনের মধ্য দিয়ে শীর্ষ দুই পদে নেতৃত্ব বদল হতে যাচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছে।


আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন ডাকা হয়েছে।


এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, দলের নীতিনির্ধারণী পর্যায় চাইছে যুব মহিলা লীগের শীর্ষ দুই পদে পরিবর্তন। সংগঠনের বিভিন্ন পর্যায়ের অনেক নেত্রী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় অসন্তুষ্ট আওয়ামী লীগ সভাপতি। যুব মহিলা লীগের ভাবমূর্তি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়েছে।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, আলোচিত পাপিয়া কাণ্ডে যুব মহিলা লীগের ভাবমূর্তি সংকটে পড়েছে। আগামী দিনে যাঁরা নেতৃত্বে আসবেন, তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ হবে সংগঠনের বিষয়ে মানুষের মধ্যে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়েছে, তা পরিবর্তন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও