ফারদিন যাত্রাবাড়ী গেলেন, লেগুনায় উঠলেন, তারপর? তদন্ত গতিহারা
বুয়েটছাত্র ফারদিন নূর পরশের লাশ উদ্ধারের পর তদন্তে নেমে ১০ দিনের মধ্যে মৃত্যুর আগে তার গতিবিধির তথ্য জানানোর পাশাপাশি মামলার একমাত্র আসামিকেও গ্রেপ্তার করে পুলিশ। তদন্তভার পাওয়া গোয়েন্দা পুলিশের সঙ্গে ছায়া তদন্তে নামা র্যাবেরও বেশ তৎপরতা দেখা গিয়েছিল।
কিন্তু তারপর তিন সপ্তাহ গেলেও তদন্তের আর কোনো অগ্রগতির খবর মিলছে না; যদিও তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তাদের কাজ চলছে।
ফারদিন নিখোঁজ হওয়ার রাতে ঢাকার যাত্রাবাড়ী থেকে একটি লেগুনায় উঠেছিলেন বলে নিশ্চিত হওয়ার কথা ১৭ নভেম্বর জানিয়েছিল ডিবি। এরপর তার অবস্থান কোথায় ছিল, কোথায় এই তরুণ খুন হলেন, সে বিষয়ে ডিবি আর কোনো তথ্য জানাতে পারেননি।
অন্যদিকে র্যাবের বরাতে গণমাধ্যমে খবর এসেছে, সেই রাতে ডেমরা সংলগ্ন চনপাড়ায় মাদক কারবারিদের হাতে খুন হয়েছিলেন ফারদিন। তবে তা নিয়ে সন্দিহান ডিবি কর্মকর্তারা। তদন্ত নিয়ে সংস্থা দুটির বিপরীত বক্তব্য নিয়েও রয়েছে আলোচনা।