You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের কনেরা ঘি দিয়ে যেভাবে ত্বকের যত্ন নেবেন

বিয়ের বেশ কয়েক মাস আগ থেকেই কনেরা রূপচর্চা শুরু করে, যাতে বিয়ের দিন তার দিক থেকে কেউ নজর ফেরাতে না পারেন!

অনেকে নিয়মিত পার্লারে গিয়ে রূপচর্চা করে আবার কেউ কেউ ভরসা রাখেন প্রাকৃতিক উপাদানে। যারা ঘরেই বিয়ের আগে ত্বকের যত্ন নিচ্ছেন, তারা ব্যবহার করতে পারেন ঘি।

ত্বকের জন্য ঘি কেন উপকারী?

২০১৯-২০২০ সালের গবেষণা থেকে জানা গেছে, ঘি’তে অপরিহার্য শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি দ্রবণীয় চর্বি ভিটামিন আছে যেমন- বুটিরিক অ্যাসিড, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, বি ১২, ডি, ই ও কে।

ত্বকে ঘি মাখলে আরও যেসব উপকার মিলবে-

ত্বকের শুষ্কতা কমবে

শীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ায় ত্বক, মুখ, ঠোঁট এমনকি চুলও শুষ্ক হয়ে ওঠে। এক্ষেত্রে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন সামান্য ঘি।

ঠোঁট ফাটা রোধ করে

শীতে ঠোঁট ফাটার সমস্যায় কমবেশি সবাই ভোগেন। বিয়ের আগে কনের ঠোঁট যদি অযত্নে ফেটে যায় তাহলে বিয়ের দিন ভারি সাজেও সেই ফাটা লুকানো যাবে না।

ত্বকের আর্দ্রতা জোগায়

শীতে ত্বকের আর্দ্রভাব কমতে থাকে। এ সময় ত্বকের সঠিক যত্ন না নিলে তা শুষ্ক হয়ে উঠতে পারে। এজন্য শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাাখতে কাঁচা দুধের সঙ্গে বেসন ও সামান্য ঘি মিশিয়ে ব্যবহার করুন।

বলিরেখা দূর করে

ঘিতে থাকা ভিটামিন ই ত্বকের জন্য খুবই উপকারী। চোখ ও কপালের বলিরেখা ও চোখের ক্লান্তি দূর করে ঘি। নিয়মিত এটি ব্যবহারে ত্বক হয়ে ওঠে আরও কোমল ও টানটান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন