টুইটারে আজ ফিরছে নীল টিক, আবারও গুনতে হবে টাকা

প্রথম আলো প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ১৪:২০

টুইটারে অ্যাকাউন্ট যাচাই বা ভেরিফায়েড করে ‘নীল টিক’ নেওয়ার সুবিধা আজ সোমবার থেকে আবারও চালু হতে যাচ্ছে। খবর গার্ডিয়ানের।


গতকাল রোববার টুইটার কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আজ থেকে নীল টিক পাওয়া ব্যবহারকারীদের মাসে আট ডলার করে গুনতে হবে। তবে আইফোনে (আইওএস) এই সেবা গ্রহীতাদের গুনতে হবে মাসে ১১ ডলার।


টুইটারের মালিকানা কেনার পরপরই প্রতি মাসে আট মার্কিন ডলারে নীল টিক সেবা চালুর ঘোষণা দেন শীর্ষ ধনী ইলন মাস্ক। তবে মাত্র আট ডলার দিয়ে অ্যাকাউন্ট যাচাইয়ের সুবিধার বদৌলতে অনেক ভুয়া অ্যাকাউন্ট নীল টিক পেয়ে যায়। এসব অ্যাকাউন্ট থেকে ভুয়া তথ্য ছড়ানো শুরু হয়। এ অবস্থায় ‘ব্লু টিক’ সেবা স্থগিত করে দিতে বাধ্য হন মাস্ক। তবে এবার আবারও নীল টিক চালুর ঘোষণা দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও