ডেল্টা লাইফের এজিএমের অগ্রগতি জানতে চেয়েছে আইডিআরএ
শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভার (এজিএম) বিষয়ে জানতে চেয়েছে আইডিআরএ। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটির এজিএমের অগ্রগতির বিষয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) জানাতে হবে। বেশকিছু শর্ত দিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে ডেল্টা লাইফ থেকে প্রশাসক তুলে নেয় আইডিআরএ। একই সঙ্গে নতুন পর্ষদকে দায়িত্ব দেওয়া হয় ডেল্টা লাইফ পরিচালনার।
কোম্পানিটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদকে দেওয়া শর্তগুলোর মধ্যে ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বার্ষিক সাধারণ সভা করা। তবে ডিসেম্বর মাসের প্রায় অর্ধেক চলে গেলেও এখনো লভ্যাংশ সংক্রান্ত পর্ষদ সভা করেনি ডেল্টা লাইফ। ফলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি এই জীবন বিমা কোম্পানিটি। এ পরিস্থিতিতে বার্ষিক সাধারণ সভার অগ্রগতি সম্পর্কে কোম্পানিটির কাছে জানতে চাইলো আইডিআরএ।