দেশে বাড়ছে তরল জীবাশ্ম জ্বালানির ব্যবহার
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ১১:০৩
সারাবিশ্ব যেখানে ক্রমেই জীবাশ্ম-জ্বালানির ওপর নির্ভরতা থেকে সরে আসছে, সেখানে দেশে এর পরিমাণ ক্রমাগতভাবে বাড়ানো হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি আগামী ১০ বছর পর জ্বালানি তেলের আমদানি বৃদ্ধির যে চিত্র সরকারের কাছে দিয়েছে, তাতে দেখা গেছে আগামী ১০ বছরে ডিজেলের আমদানি বাড়াতে হবে ২৯ লাখ ৩৮ হাজার টন।
বিশ্বের মোট জ্বালানি চাহিদার বেশিরভাগই যোগান দেয় ফসিল ফুয়েল বা জীবাশ্ম-জ্বালানি; বিশেষ করে পেট্রোলিয়াম তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাসভিত্তিক জ্বালানি। সংশ্লিষ্টরা বলছেন, মূলত অনিশ্চিত জ্বালানি নিরাপত্তা, পরিবেশ দূষণ এবং তেলভিত্তিক ভূ-রাজনীতির কারণেই বিশ্বের বেশিরভাগ দেশই জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসছে।