ব্যাংকে নগদ টাকার ওপর চাপ আরও বেড়েছে
মানুষের হাতে টাকা রাখার প্রবণতা বেড়েছে। ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার তুলনায় জমা হচ্ছে কম। এতে করে ব্যাংকে নগদ টাকার ওপর বেশ চাপ তৈরি হয়েছে। মানুষের হাতে থাকা টাকার পরিমাণ বেড়েছে। ব্যাংকগুলোর চাহিদা বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকও নগদ টাকার সরবরাহ বাড়িয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বাজারে প্রচলনে থাকা ফিজিক্যাল মুদ্রা বা নগদ আকারে ছিল রেকর্ড ২ লাখ ৮৭ হাজার কোটি টাকা। গত অক্টোবর শেষে যার পরিমাণ ছিল ২ লাখ ৫৬ হাজার ৩৮০ কোটি টাকা।
গত ৪০ দিনে বেড়েছে প্রায় ৩১ হাজার কোটি টাকা। মানুষের হাতে টাকা ধরে রাখার প্রবণতা বেড়ে যাওয়া এর অন্যতম কারণ। মানুষের হাতে টাকা ধরে রাখার প্রবণতা কমাতে না পারলে আগামীতে নগদ টাকার ওপর চাপ আরও বাড়বে। এ ধরনের পরিস্থিতি তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্নিষ্ট বিভাগ থেকে উচ্চ পর্যায়ে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে