![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F12%2F12%2Fafrica-reuters-9461bf403c413266d1e3ff5557e742bd.jpg%3Fjadewits_media_id%3D829031)
সড়কের পাশ থেকে ২৭ অভিবাসীর মরদেহ উদ্ধার
আফ্রিকার দেশ জাম্বিয়ার একটি সড়কের পাশে ২৭ জনের মরদেহ পাওয়া গেছে। তারা অভিবাসী এবং ইথিওপিয়া থেকে এসেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি'র।
পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে রবিবার সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, গাড়িতে আসার পথে সম্ভবত শ্বাসরোধে মারা গেছেন এসব অভিবাসীরা। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে অক্সিজেনের জন্য ছটফট করতে দেখা গেছে। দ্রুত হাসপাতালে নেওয়া হয়।