নতুন প্রজন্মের গেমিং স্মার্টফোন হট ২০এস আনল ইনফিনিক্স

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ২২:৫৮

চীন-ভিত্তিক স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন হট ২০এস।  ফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও জি৯৬, ৬৪-বিট অক্টা-কোর চিপসেট ফিচারিং দু’টি শক্তিশালী আর্ম করটেক্স-এ৭৬, ছয়টি করটেক্স-এ৫৫ প্রসেসর যা ২.০৫ গিগাহার্টজ পর্যন্ত চলতে পারে। আনটুটু, গিক বেঞ্চ সিঙ্গেল এবং গিক বেঞ্চ মাল্টির মতো সফটওয়্যার বেঞ্চমার্কিং টুলগুলোর হিসেবে, বাজারে প্রচলিত অন্য অনেক প্রসেসরের তুলনায় ২৫ শতাংশ বেশি পারফর্ম করে মিডিয়াটেক হেলিও জি৯৬। মূলত মোবাইল গেমিংয়ের কথা মাথায় রেখেই এই ফোনের ডিজাইন করা হয়েছে। 


এই ফোনে আরও আছে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+হাইপার ভিশন ডিসপ্লে। ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফলে পাওয়া যাবে স্বচ্ছন্দ ব্রাউজিং এবং দ্রুত গেমিং কন্ট্রোল এর সুবিধা। হট ২০এস-এ আরও আছে ২৪০ হার্টজ আলট্রা টাচ স্যামপ্লিং রেটসম্বৃদ্ধ আলট্রা টাচ মোড। গেমিংয়ের সময় টাচ ইনপুটে স্বচ্ছন্দ ভিজ্যুয়াল ফিডব্যাক প্রদানের ক্ষেত্রে এটি সহায়ক। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও