রাশিয়ার ড্রোনে বিদ্যুৎহীন ওডেসার ১৫ লাখ বাসিন্দা: জেলেনস্কি
রাশিয়া ইরানে বানানো ড্রোন দিয়ে দুটি বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানার পর ইউক্রেইনের ওডেসা অঞ্চলের ১৫ লাখ বাসিন্দা অন্ধকারে ডুবে আছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবারের ভিডিও ভাষণে তিনি বলেছেন, “ওডেসার পরিস্থিতি খুবই জটিল। দুর্ভাগ্যজনকভাবে, সেখানে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে, যে কারণে সেখানে বিদ্যুৎ ফেরাতে সময় লাগবে, কয়েক ঘণ্টা নয়, অন্তত কয়েক দিন।”
অক্টোবর থেকেই মস্কো ইউক্রেইনের বিদ্যুৎ স্থাপনায় একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেইনের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নরওয়ে দেশটিকে ১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন জেলেনস্কি।
ওডেসা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুক বলেছেন, নগরীর বাসিন্দারা ‘কয়েকদিনের মধ্যেই’ বিদ্যুৎ পাবেন, তবে পুরো বিদ্যুৎ কাঠামো ঠিক করতে দুই থেকে তিন মাস লেগে যাবে।