You have reached your daily news limit

Please log in to continue


১০ লাখ ডলার পর্যন্ত সুরক্ষা সেবা দেবে সফোস

সাইবার নিরাপত্তা কোম্পানি সফোস ম্যানেজ ডিটেকশন ও রেসপন্স (এমডিআর) সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে। পাশাপাশি কোম্পানিটি ১০ লাখ ডলারের নিরাপত্তা ওয়ারেন্টি সেবাও চালুর ঘোষণা দিয়েছে। এই অফারে প্রতিষ্ঠানগুলো তাদের রেসপন্স এক্সপেন্স হিসেবে এই অর্থ পেতে পারে। সফোসের পার্টনার নেটওয়ার্কের মাধ্যমে সফোস এমডিআর সাবস্ট্ক্রিপশন ও নবায়ন করলেই ওয়ারেন্টিসেবা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হবে। সম্প্রতি সফোস নিজেদের মার্কেটপ্লেস চালু করেছে।

সেখানে অ্যামাজন ওয়েব সার্ভিস, চেকপয়েন্ট, ক্রাউড স্ট্রাইক, ডার্কট্রেস, ফোর্টনেট, গুগল, মাইক্রোসফট, ওকটা, পালো আল্টো নেটওয়ার্ক, র‌্যাপিড৭সহ ৭৫-এর বেশি প্রযুক্তি শনাক্তকরণ এবং পাশাপাশি সমন্বয়করণ সেবা নিশ্চিত করছে। সফোস এমডিআর বিভিন্ন ধরনের একীভূতকরণ এবং বহুমুখীকরণ অপারেটিং সিস্টেমে সাইবার নিরাপত্তাজনিত হুমকি শনাক্ত এবং প্রতিকার করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে নিরাপত্তা সলিউশন দিতে সক্ষম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন