You have reached your daily news limit

Please log in to continue


জলবায়ু উদ্বাস্তু সমস্যার সমাধানে উদ্যোগ নিন

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা প্রতিকূল পরিস্থিতির কারণে যখন কোনো স্থানের মানুষ তাদের বাড়িঘর ছেড়ে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে অন্যত্র বসবাস করতে বাধ্য হয়, তখন তাদের ‘জলবায়ু উদ্বাস্তু’ বলা হয়।

বিশ্বব্যাপী মানুষ এখন বিভিন্ন কারণে চরম জলবায়ু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান সংখ্যক মানুষ জলবায়ু উদ্বাস্তু হয়ে পড়ছে। উন্নয়নশীল দেশের মানুষ প্রধানত এর শিকার হলেও উন্নত দেশগুলোতেও তা ঘটছে।

স্থানীয় পরিবেশে আকস্মিক বা দীর্ঘমেয়াদি পরিবর্তনের কারণে মানুষ তাদের নিজ এলাকা ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মানুষের জীবন-জীবিকা ব্যাহত করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বলতে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা, ঘূর্ণিঝড়, বন উজাড়, দাবানল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় এলাকার বাড়িঘর ও ভূমি তলিয়ে যাওয়া, পানি কমে যাওয়া ইত্যাদিকে বোঝায়।

আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও জলবায়ু পরিবর্তন, বিশুদ্ধ পানীয় জল এবং সেচের জলের অভাবের একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া মানুষ প্রাকৃতিক সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন