‘শ্যাডোব্যান দেখানোর’ নতুন ফিচার বানাচ্ছে টুইটার
নতুন এক সফটওয়্যার আপডেট নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন টুইটারের মালিক ইলন মাস্ক। এর মাধ্যমে এমন এক টুলে প্রবেশাধিকার মিলবে, যা ব্যবহারকারীকে পরিষ্কারভাবে দেখাবে যে তিনি ‘শ্যাডোব্যান’-এর শিকার হয়েছেন কি না।
‘শ্যাডোব্যান’ শব্দের মানে প্ল্যাটফর্ম ভেদে ভিন্ন হয়ে থাকে। সাধারণ অর্থে ‘শ্যাডোব্যান’ মানে ব্যবহারকারীর পোস্ট অন্যের সামনে না আসা বা কোনো ব্যাখ্যা ছাড়াই প্রোফাইল খুঁজে পাওয়ার বিষয়টি জটিল হয়ে যাওয়া বোঝায়।
মাস্ক বলছেন, শ্যাডোব্যানড হওয়ার মূল কারণ ব্যাখ্যার পাশাপাশি এর বিপরীতে আপিলের বিভিন্ন উপায় নিয়েও পরামর্শ দেবে আসন্ন এই টুল।
সম্প্রতি, একই ধরনের ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এর সর্বশেষ আপডেট ব্যবহারকারীকে জানায়, তার অ্যাকাউন্ট ‘রেকমেন্ডেশন’ সুবিধা থেকে নিষিদ্ধ হয়েছে কি না। এই মূহুর্তে কেবল ‘এক্সপ্লোর’, ‘ফিড’ ও ‘রিলস’ অপশন থেকে অ্যাকাউন্ট ব্লক হয়েছে কি না, সেটি জানতে পারেন ব্যবহারকারী।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সফ্টওয়্যার আপডেট
- টুইটার