চাঁদের চারপাশে বেড়াতে যাচ্ছেন ডিজে, কে-পপ তারকা, ইউটিউবারসহ একটি দল
সমকাল
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ২২:০৭
একজন ডিজে, কে-পপ র্যাপার এবং একজন স্পেস ইউটিউবার চাঁদের চারপাশে বেড়াতে যাচ্ছেন। একজন জাপানি ধনকুবের এক ব্যক্তিগত স্পেসএক্স ফ্লাইটের জন্য এদের বাছাই করেছেন।
গত বছর বিশ্বব্যাপী সৃজনশীল ব্যক্তিত্বদের খুঁজে বের করার এক অনুসন্ধান শেষ হওয়ার পর বিলিওনেয়ার ইউসাকু মায়েজাওয়া শুক্রবার এই ফ্লাইটের ক্রুদের পরিচয় প্রকাশ করেছেন। খবর বিবিসির।
আমেরিকান ডিজে স্টিভ আওকি এবং টপ নামে এক কোরিয়ান তারকা বাছাইকৃতদের মধ্যে সবচেয়ে সুপরিচিত। ফ্লাইটটি আগামী বছর উড়বে বলে ঠিক করা হয়েছে এবং ১৯৭২ সালের পর এটাই হবে মানুষের প্রথম চন্দ্র ভ্রমণ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইউটিউবার
- ডিজে
- র্যাপার
- চাঁদে ভ্রমণ