যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী ইরান
সমকাল
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ২২:০৬
মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়াকে নজিরবিহীন সামরিক সহায়তা দিচ্ছে ইরান। দেশ দুটি যৌথভাবে প্রাণঘাতী ড্রোন তৈরি করছে।
ড্রোন তৈরিতে ইরান-রাশিয়ার অংশীদারিত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ক্ষতিকর হবে বলে উল্লেখ করেন জন কিরবি। শুক্রবার তিনি বলেন, দুই দেশের মধ্যে 'কঠোর চুক্তি'র ভিত্তিতে ইরান শত শত ড্রোন পাঠাচ্ছে রাশিয়ায়। খবর- বিবিসির।
জন কিরবি বলেন, উন্নত অস্ত্র তৈরি ও প্রশিক্ষণের ক্ষেত্রে ইরানের সঙ্গে কাজ করতে চাইছে রাশিয়া। দেশটি হেলিকপ্টার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ ইরানকে উন্নত সামরিক উপাদান সরবরাহ করতে চেয়েছিল বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।