You have reached your daily news limit

Please log in to continue


এক আনারসের দাম সোয়া লাখ টাকা!

সুস্বাদু ও পুষ্টিসমৃদ্ধ ফল হিসেবে আনারস সারাবিশ্বেই বেশ পরিচিত ও চাহিদাসম্পন্ন। ফলটিতে প্রচুর পরিমণে ভিটামিন সি’র পাশাপাশি রয়েছে ম্যাঙ্গানিজ ও পটাশিয়ামের মতো খনিজ উপাদানও।

আমাদের দেশের প্রায় সব শহরের ফলের দোকানে আস্ত ও রাস্তার পাশে কেটে আনারস বিক্রি করতে দেখা যায়। তবে একটি গোটা আনারসের দাম দেশের বাজারে সর্বোচ্চ কত হতে পারে, ১০০ টাকা? ২০০ টাকা? কিন্তু ইংল্যান্ডের কর্নওয়ালের বিশেষ জাতের একটি আনারস চাষেই খরচ হয় সোয়া লাখ টাকা।

শুনতে অবিশ্বাস্য মনে হলেও, ঘটনা সত্য। কর্নওয়ালে হেলিগান নামে একটি বাগান আছে, যেখানে বিশেষ পদ্ধতিতে এ আনারস চাষ করা হয়। বাগানের নামেই আনারসটির নামকরণ করা হয়েছে হেলিগান।

বাগানটিতে চাষ হওয়া আনারস কিনতে হলে প্রতিটির জন্য গুনতে হবে অন্তত ১ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২৭ হাজার টাকারও বেশি। জানা যায়, বাগানটিতে উৎপাদিত দ্বিতীয় আনারসটি ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে উপহার দেওয়া হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন