You have reached your daily news limit

Please log in to continue


মেরুদণ্ডের টিউমার বুঝবেন যেভাবে

মানবদেহের মেরুদণ্ডের ভেতর দিয়ে চলে গেছে স্নায়ুরজ্জু বা স্পাইনাল কর্ড। মস্তিষ্ক থেকে প্রান্তিক স্নায়ু পর্যন্ত আমাদের শরীরের সব সংকেত এই স্পাইনাল কর্ড হয়ে প্রবাহিত হয়। স্পাইনাল কর্ডের ভেতরে ও এর আশপাশে অস্বাভাবিকভাবে টিস্যু বা কোষ বেড়ে যেতে পারে। এমনকি ছোট ছোট পিণ্ড তৈরি হতে পারে। আকস্মিকভাবে কোষ বেড়ে যাওয়া কিংবা আগে কখনোই ছিল না- এমন পিণ্ড তৈরি হওয়ার নামই স্পাইনাল কর্ডের টিউমার বা মেরুদণ্ডের টিউমার।

মেরুদণ্ডে টিউমার হওয়ার কারণ : বেশির ভাগ সময় মেরুদণ্ডের টিউমার কেন হয়, তা স্পষ্ট করে বলা মুশকিল। বিশেষজ্ঞ চিকিৎসকেরা মেরুদণ্ডের কর্ডে টিউমারের পেছনে ত্রুটিযুক্ত জিনকে দায়ী করে থাকেন। তবে এসব জিনগত ত্রুটি মানুষ জন্মগত বা উত্তরাধিকার সূত্রে পায়, নাকি সময় ও বয়সের সঙ্গে সঙ্গে শরীরে বিকশিত হয়, সেই সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যায় না। তবে অনেক সময় ক্ষতিকর পরিবেশে দীর্ঘদিন বসবাস, নির্দিষ্ট ক্ষতিকারক রাসায়নিকের সংস্পর্শে আসার কারণে মেরুদণ্ডে টিউমার হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন