ফাঁকা ঢাকা, মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ আজ। গত কয়েকদিন ধরে এ সমাবেশকে ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। সাধারণ মানুষের মনেও রয়েছে শঙ্কা। আজ শনিবার সকাল থেকেই রাজধানীর রাস্তাঘাট ফাঁকা। সড়কে যানবাহনের সংখ্যা কম। পথচারী ও যাত্রীর উপপস্থিতিও হাতে গোণা। প্রতিটি সড়কের মোড়ে মোড়ে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ।
আজ সকাল সাড়ে সাতটা থেকে সোয় আটটা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, শিয়া মসজিদ, কলেজগেট, আসাদ অ্যাভিনিউ, খামারবাড়ি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নেই বললেই চলে। বাসের সংখ্যাও একেবারে হাতেগোনা। কিছু সিএনজিচালিত অটোরিকশার দেখা মিলছে। অন্যান্য দিনের তুলনায় সড়কে পথচারী ও যাত্রী উপস্থিতিও কম।