কিডনি ড্যামেজ হলে রক্তে বাড়ে ক্রিয়েটিনিন, এই লক্ষণেই চিকিৎসকের কাছে যান

eisamay.com প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ১০:৫৩

What Causes High Creatinine: কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। প্রচুর মানুষের দেহে ক্রিয়েটিনিন বেশি। এবার ক্রিয়েটিনিন বেশি থাকার প্রভাব সরাসরি পড়ছে শরীরে। তখন জটিলতা দেখা যায়। এবার এই বিশেষ অঙ্গের খেয়াল আপনাকে রাখতেই হবে। আসলে কিডনি আমাদের শরীরের বহু গুরুত্বপূর্ণ কাজ করে। এর প্রধান হল ছাঁকনির। বৃক্কের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যেতে থাকে খারাপ, বিষাক্ত পদার্থ। এই কারণে মানুষ ভালো থাকেন। নইলে শরীরে দূর্ষিত পদার্থ জমে বিষক্রিয়া হতে পারে।


এবার কিডনি ভালো আছে কিনা বোঝার জন্য শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা দেখতে হয়। এই উপাদান প্রতিটি মানুষের শরীরে থাকে। এবার তা থাকার একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। এই স্বাভাবিক মাত্রার উপর ক্রিয়েটিনিন গেলেই প্রতিটি মানুষকে সতর্ক হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলতে হবে। এমনকী কিডনি ঠিক রাখতে মানতে হবে ডায়েট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও