টেস্ট বাণিজ্য নয়, রোগীদের প্রকৃত সেবা দিতে হবে: চিকিৎসকদের আতিক

জাগো নিউজ ২৪ ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয় প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ২০:৫১

রোগীদের মানসম্মত সেবা দেওয়ার আহ্বান জানিয়ে ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘পড়ালেখা শেষ করে সাদা অ্যাপ্রোন পরে মানবসেবার জগতে প্রবেশ করেন চিকিৎসকরা। মানবসেবাই পরম ধর্ম।


চিকিৎসক হতে হলে অনেক পরিশ্রম করতে হয়। মেধাবী শিক্ষার্থীরাই চিকিৎসক হন। কর্মক্ষেত্রে তাদের মেধার পরিচয় দিতে হবে। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। টেস্ট বাণিজ্য নয়, রোগীদের প্রকৃত সেবা দিতে হবে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। শপথপাঠ শেষে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও