নওগাঁয় গ্রেপ্তার আতঙ্কে মাঠে নামতে পারেনি বিএনপি

প্রথম আলো নওগাঁ সদর প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ১৭:৪৭

নওগাঁয় পুলিশের কঠোর অবস্থানের কারণে আজ বৃহস্পতিবার কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেনি জেলার বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গতকাল বুধবার পুলিশি হামলা ও নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। এ কর্মসূচিকে ঘিরে আজ সকাল থেকে নওগাঁ শহরসহ জেলার ১১টি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘আগামী শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল করতে এখন নওগাঁর অধিকাংশ নেতা-কর্মী ঢাকায় অবস্থান করছেন। আমি নিজেও ঢাকায় অবস্থান করছি। তবে নওগাঁয় যেসব নেতা-কর্মী রয়েছেন, তাঁদের আমি কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনের জন্য নির্দেশ দিয়েছিলাম। কেন কর্মসূচি পালন হলো না, তাঁরাই ভালো বলতে পারবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও