You have reached your daily news limit

Please log in to continue


আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা, দুঃসংবাদ কাতার আবহাওয়া দপ্তরের

উত্তপ্ত মরুর বুকে প্রথমবারের মতো শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের মহোৎসব। এখন পর্যন্ত গ্রুপ পর্বের খেলা ও রাউন্ড সিক্সটিন শেষ হয়েছে। এরপর ৯ ডিসেম্বর থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আগামী শুক্রবার কাতারের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে একই দিনে মাঠে নামবে আরেক তুমুল জনপ্রিয় মেসির দল দল আর্জেন্টিনা ও নেদারল্যান্ড।

কাতারে স্থানীয় সময় রাত ১০ টা অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস। কিন্তু এর আগেই দর্শকদের জন্য কিছুটা দুঃসংবাদ জানালো কাতারের আবহাওয়া অধিদপ্তর। দর্শকপ্রিয় এই ম্যাচ দুটির দিন কাতারে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কাতারের আবহাওয়া অধিদপ্তর কিউএমডি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন