১০ ডিসেম্বর : কী খেলা হবে?

ঢাকা পোষ্ট সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ১২:১৯

রাজনীতির ভাষা কেমন হওয়া উচিত? পুরোনো রাজনীতিকরা বলছেন, অবক্ষয়ের মুখ দেখতে হচ্ছে রাজনীতিকে। কথাটা উঠলো, কারণ রাজনৈতিক অঙ্গনে এখন নেতাদের মুখে ‘খেলা হবে’ নামের এক স্লোগান বড় আলোচনার জন্ম দিয়েছে।


রাজনীতি বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্নে আসতে পারে—কে এই শ্লোগানের জনক? উত্তর হবে হয়তো কোনো একজনের নাম। তবে এখন সরকার ও বিরোধী দলের নেতারা পাল্টাপাল্টি এই স্লোগান ব্যবহার করছেন।


রাজনীতিতে বিরোধিতা আছে, পাল্টাপাল্টি আছে, হুশিয়ারি উচ্চারণও আছে। কিন্তু ‘খেলা হবে’র মতো ভাষার এমন প্রবল প্রয়োগ অতীতে দেখা যায়নি। আর যায়নি বলেই বিস্মিত প্রকৃত রাজনীতিবিদরা।


আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘খেলা হবে’ কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না। সম্প্রতি এক আলোচনা সভায় তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমরা আজকাল একটা স্লোগান বের করেছি, খেলা হবে। আমার দৃষ্টিতে এটা রাজনৈতিক স্লোগান না, হতে পারে না। রাজনীতিতে মারপিট হবে, রাজনৈতিকভাবে আমার বক্তব্য আমি দেব। কী একটা কথা, খেলা হবে, খেলা হবে। আমার বিবেক বলে এই স্লোগান এভাবে না দেওয়াই উচিত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও