নিয়মিত থাইরয়েডের ওষুধ খেয়েও লাভ হচ্ছে না! খাওয়ার সঠিক নিয়ম জানা আছে তো?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১৮:৪৭
থাইরয়েডের সমস্যা এখন ঘরে ঘরে। পুরুষদের চেয়েও মহিলারা এই অসুখে বেশি ভোগেন। এবং এক বার ধরলে সহজে সঙ্গও ছাড়ে না এই অসুখ। বিশেষ করে, যাঁদের ক্ষেত্রে অসুখ অনেকটা বেড়ে যাওয়ার পর ধরা পড়ে, এই অসুবিধা তাঁদের অনেক বেশি হয়।
দীর্ঘ দিন ধরে থাইরয়েডের ওষুধ খেয়েও লাভ হচ্ছে না! দিনের পর দিন এই ভুলগুলি করছেন না তো? থাইরয়েডের ওষুধ খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত। যা না মানলে কিছুই লাভ হবে না।