You have reached your daily news limit

Please log in to continue


কবে একটানা ঘুমিয়েছিলেন মনে পড়ে না পরীমনির

এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম আমি। ভালো থাকো ঘুমেরা আমার,পরীর সাথে আবার দেখা হবে তোমার।

কথাগুলো ফেসবুকে লিখেছেন অভিনেত্রী পরীমনি। কেন? আর মাত্র কয়েকদিন পর চার মাস পূর্ণ হবে নায়িকার ছেলের বয়স।

এরই মধ্যে হাপিয়ে উঠেছেন তিনি। জানিয়েছেন ছেলেকে বড় করে বতোলার অভিজ্ঞতা।

এখন অনেকগুলো রাত নির্ঘুম কাটে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। টানা ঘুমাতে পারেন না।   ফেসবুকে নিজের ঘরের ছবি দিয়ে লিখেছেন— 'এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম আমি। ' 

তিনি আরও লেখেন— 'ভালো থেকো ঘুমেরা আমার, পরীর সঙ্গে আবার দেখা হবে তোমার। ' 
দিনরাত নির্ঘুম কাটিয়ে নিজের যত্নও ঠিকমতো নেওয়া হয় না তার। তবে শরিফুল রাজ বাসায় থাকলে তিনি পরীকে সাহায্য করেন।

পরীমনির সঙ্গে প্রেম থেকে বিয়ে সবই গুণীন চলচ্চিত্রের সেট থেকে। শরীফুল রাজ এ প্রসঙ্গে কালের কণ্ঠকে বলেছিলেন, 'আসলে গিয়াস উদ্দিন সেলিমের শুটিং সেটে আমাদের আলাপ গাঢ় হয়। ধীরে ধীরে একটা ভালো লাগা তৈরি হয়, সেই ভালো লাগা হয়তো ভালোবাসায় পরিণত হয়, এর পরেই আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। '

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন