কণ্ঠশিল্পী মৌসুমীর বাসা থেকে ১৫ ভরি সোনা লুট
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১৩:৫৮
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় তার বাড়িতে থাকা ১৫ ভরি সোনার গহনা নিয়ে গেছে চোর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নাসিক ১ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকার চান টাওয়ারের ছয় তলায় এ ঘটনা ঘটে। সেদিন রাতেই আয়েশা মৌসুমীর মা নাসিমা বেগম সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।
কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী বলেন, সন্ধ্যার দিকে ঘরে তালা মেরে আমি আর মা বাইরে যাই। আনুমানিক দেড় ঘণ্টা পর বাসায় ফিরে আমাদের ঘর এলোমেলো অবস্থায় দেখতে পাই। তবে বাইরের দিকে দরজা অক্ষত অবস্থায় ছিল। এসময় আমার শশুরবাড়ির থেকে দেওয়া এবং পরিবারের থাকা প্রায় ১৫ ভরি সোনার গহনা চোর লুট করে নিয়ে গেছে। তবে গহনা ছাড়া আর কিছুই লুট হয়নি।