মার্জিত স্লোগান চাই সম্প্রীতি থাকুক রাজনীতিতে
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনের বহুল আলোচিত স্লোগান- 'খেলা হবে'। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা হচ্ছে। রাজনীতিকরাও মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 'খেলা হবে' স্লোগান দেওয়ার পর থেকেই প্রসঙ্গটি আলোচনার পুরোভাগে চলে আসে। তাঁর ভাষায়, 'খেলা হবে' একটি রাজনৈতিক স্লোগান।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ সমকালকে জানিয়েছেন, রাজনীতিতে প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলার কথা বলা যেতে পারে। অন্য কিছু নয়। 'খেলা হবে' রাজনৈতিক স্লোগান হতে পারে না।
তোফায়েল আহমেদ এমপি বলেছেন, 'আক্রমণাত্মক নয়- মার্জিত স্লোগান চাই। রাজনীতিতে সম্প্রীতি থাকুক। আমাদের সেইভাবেই চলা উচিত। তাই আমাদের স্লোগান অবশ্যই মার্জিত হতে হবে। কোনোভাবেই আক্রমণাত্মক স্লোগান দেওয়া উচিত নয়।'
রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর ছবি দিয়ে ঢাউস আকারের ব্যানারের পাশাপাশি পোস্টার-ফেস্টুন শোভা পায়।
'আপনাদের ছাত্রজীবনে রাজনীতিতে এই ধরনের প্রবণতা ছিল কিনা'- এমন প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি তোফায়েল আহমেদ বলেছেন, 'ওই সময়ে রাজনৈতিক দলগুলো পোস্টার-ফেস্টুন ছাপাত না। অতো টাকাও ছিল না। আমরা হাতেই পোস্টার-ফেস্টুন লিখতাম। নিজেরাই দেয়ালে দেয়ালে লাগাতাম।'