চার মাসে বাণিজ্য ঘাটতি ৯৫৯ কোটি ডলার

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:৪৫

দেশে রপ্তানি আয়ের তুলনায় আমদানির ব্যয় বেড়ে গেছে। এই আমদানি ও রপ্তানি ব্যয় থেকে সৃষ্টি হয়েছে বাণিজ্য ঘাটতি। আর চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের ঘাটতি বেড়েছে। এই ঘাটতি চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে দাঁড়িয়েছে ৯৫৮ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালান্স অব পেমেন্ট) সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।


কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ২ হাজার ৫৫০ কোটি ৫০ লাখ ডলারের পণ্য আমদানি করা হয়েছে। এর বিপরীতে বিভিন্ন দেশে ১ হাজার ৫৯১ কোটি ৮০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। সেই হিসাবে মোট আমদানি ও রপ্তানির হিসাবে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৯৫৮ কোটি ৭০ লাখ ডলার। পাশাপাশি আলোচিত সময়ে সেবা খাতেও বাণিজ্য ঘাটতি বেড়েছে। আর উল্লিখিত সময়ে সেবা খাতে দেশের আয় হয়েছে ২৯৭ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে ব্যয় হয়েছে ৪৩৩ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ সেবা খাতের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৩৬ কোটি ১০ লাখ ডলার। আর গত অর্থবছর একই সময়ে সেবা খাতের বাণিজ্য ঘাটতি ছিল ৯৭ কোটি ৬০ লাখ ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও