![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/12/06/og/175802kalerkantho_jpg.jpg)
বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ১৭:৫৮
বাংলাদেশের ক্ষুদ্রঋণ ব্যবস্থা শক্তিশালী করার জন্য বিশেষ করে উচ্চ জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত এবং নারীদের মালিকানাধীন ক্ষুদ্র উদ্যোগকে সমর্থন দিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রদান করবে। আজ মঙ্গলবার এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি সই হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে সই করেন। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং অ্যান্ড ক্রেডিট এনহেন্সমেন্ট প্রজেক্ট’র মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে তহবিল সরবরাহ করা হবে।